25 Jul 2013

রাতদিনের পাখি


কোনো একদিন যদি দেখি
রাতের আকাশে উড়ছে দিনের পাখি
সোজা চলে যাবো বড় বড় পা ফেলে
দুই হাতে কুড়োবো পাঁচকোনা ঝিকিমিকি

কাউকে কোনো কিছু না বলে
ভরিয়ে রাখবো চারকোনা বাক্সের আড়ালে
ভাগ পড়বে না কারোর সাথে 
চোখে ঢেউ খেলবে আত্মসুখ টলমলে

হয়তো জিতে যাবো অনামী পথে
খ্যাতি ছড়িয়ে যাবে তিনকোনা জগতে
ভুলে যাবো একই জীবনের পথিক
পিছুটান কেটে যাবে লতপতে

আচারে ব্যবহারে বড়লোকি বাতিক
পূর্ব-পশ্চিম জুড়ে দুইকোনা হাসির হিড়িক
কানে বাজবে বাহবার ধ্বনি
ভেসে যাবো চারদিকে দিগ্বিদিক

থামলো হঠাৎ রাতদিনের বাণী
চোখ মেলে দেখি ছেলের মুখখানি
বুঝতে পারলাম সবই শুধু এককোনা
তবে কিনা ছেলে আমার সোনামণি

No comments:

Post a Comment