মুখে লেগে থাকে শিল্পীসুলভ মুচকি হাসি
25 May 2013
রোদ্দুর এর জন্মদিনে
14 May 2013
কিছু কথা
কিছু কথা খেলে ফাউল
কিছু কথা দেখে হলুদ কার্ড
কিছু কথা ফোটায় হুল
কিছু কথা পায় লাল কার্ড ;
কিছু কথা চলে যায় মাঠের বাইরে
কিছু কথা থেমে যায় শূন্যে
কিছু কথা আটকে যায় রানের দৌড়ে
কিছু কথা এলেবেলে লুফে নেবার জন্যে ;
কিছু কথা ফিরে আসে বাসায়
কিছু কথা ধুয়ে ফেলে ধুলোবালি
কিছু কথা লিখে যায় বইখাতায়
কিছু মেলে উত্তর, কিছু থাকে শুধু খালি !
6 May 2013
কচি দুই নিষ্পাপ পাখি
এস.এম.এস এ কিচিরমিচির আওয়াজ করে
কচি দুই নিষ্পাপ পাখি ; একটা নীল, অন্যটা লাল |
একচোখা বুড়োটে হাওয়া নিয়ে পক্ষী-আসর
সেই হাওয়ায় পচে যাওয়া ফলমূল নিয়ে আজকাল |
নীল বলে - ও আমার ডানা ভেঙ্গে দিয়েছে
লাল বলে - জানি আমি, ও একটা মহাপাজি মাল |
নীল পাখির ঠোঁট ফাঁক, পোকা গুঁজে দেয় মা
লাল পাখি এসে সামাল দেয় বন্ধু নীলের বেসামাল |
রঙতুলির টানে লাল-নীল ওড়ে আপন জগতে
ডানার ঝাপটানি খেয়ে এই হাওয়া পুরো টালমাটাল |
Subscribe to:
Posts (Atom)