5 Mar 2013

একফোঁটা বুড়ো রক্তে



অগ্ন্যুৎপাত একফোঁটা বুড়ো রক্তে
কালচে লাল এই অধিক বেলেল্লা ;
নিষ্পাপ পাথরের সাথে ঘূর্ণাবর্তে
দিনরাত্রির হিসেব সব যায় গোল্লা

বজ্রপাত একফোঁটা বুড়ো রক্তে
চন্দ্রিকাদেবীর নগ্নবুকে ক্ষুধার্ত হাসি ;
প্যাঁচার কানা চোখ এই পাপমর্ত্যে
মধ্যরাত্রির চাদরে ছেলেমানুষীর ফ্যান্টাসি

সোঁদা গন্ধে মাতে শিরা উপশিরা
জীবনমরণ খেলায় মত্ত নিঃশর্তে ;
এক খন্ড যুদ্ধে শেষ বাকিরা
কেবল আমি একফোঁটা বুড়ো রক্তে

No comments:

Post a Comment