কাঁচের পর্দার আড়ালে তুমি
বত্রিশটা বাদামী দাঁতের প্রতিলিপি ;
রাতের শ্মশানে লোভের ফোয়ারা
খয়েরিরঙা পাতায় এ যেন এক গরম জিলিপি ।
হাসছো , শুধু হাসছো তো ভারী
দেখে আমি যে ষোলোআনা বলিহারি ।
কৌতুহলী মাঠের একটি চারাগাছ
দুলছে বাদামী সেই হাস্যধ্বনিতে ;
জানতে যে বড়ই ইচ্ছা - কেন ?
সদ্যপাওয়া গুপ্তধন ভুলে গিয়ে সেই তলানিতে ।
হাসছো , শুধু হাসছো তো ভারী
ভুলে যাই হাতসাফাই এর বাহাদুরি ।
সবই দেখতে পাচ্ছি তবে
জানি না কিছু, তবুও পকেটে পুরতে চাই ;
তোমার এই বাদামী দেঁতো হাসি
ভীষণ বাদামী কিন্তু যেন দামী হীরে-বোঝাই ।
হাসছো , শুধু হাসছো তো ভারী
ফুরিয়ে যায় রাত , দি এবার পাড়ি ।
No comments:
Post a Comment