প্রতিটা মুহূর্ত ধ্রুব সত্য
পূর্বমুহূর্ত মিথ্যা , পরমুহূর্ত সত্যি
মন বদলায়
চোখ ঘোরায় , ভ্রু নাচায়
মাথা নাড়ায়
ক্ষণে ক্ষণে সম্মুখে-পশ্চাতে
মুহূর্তের পর মুহূর্তে
আগে ছিল সত্যি , এখন হল মিথ্যা
সত্যি-মিথ্যা একটা মুহূর্তের এপিঠ ওপিঠ
সত্যি-মিথ্যার এই শিকল ধ্রুব সত্য
বিরক্তিকর ! ক্লান্তিকর ! মুহূর্তের মনুষ্যত্ব !
No comments:
Post a Comment