3 Aug 2016

যাওয়া কিন্তু একই রকমের হয়


জায়গা কত রকমের হয় ।
যাওয়া কিন্তু একই রকমের হয় ।
প্লেন, ট্রেন, গাড়ি, বাইক ও সাইকেল এগুলো তো তার বহুরূপতা ।
যারা পায়ে হাঁটে, তাদের কাছে খবর পৌঁছায় যে,
জাহাজটা এখনো মাঝসমুদ্রে ।

No comments:

Post a Comment