3 Aug 2016

ঠিক কোথায় মন ফেলে এসেছি


মাঝে মাঝে খুঁজি ঠিক কোথায় মন ফেলে এসেছি ।
একসময়ে দেখতে পাই রাস্তার মোড়ে একটা ছোটোখাটো ভিড়,
তাতে গিজগিজ করছে অচেনা কতজনের ফেলে রাখা মনগুলো ।
সেই ফাঁকে আমার মন আমায় দেখামাত্র হাত নেড়ে বলে দেয়, "আমি এখন খুব ব্যস্ত, তুমি পরে একদিন এসো"।

No comments:

Post a Comment