20 Apr 2015

বইয়ের সঙ্গী কোল্ড ড্রিংক্সের স্ট্র


পাতার পর পাতা বোঝা আর জানা এদুটোর প্র্যাকটিস ভালোই চলে অথচ 'ঋদ্ধতা' নামে যে স্বাস্থ্যকর বস্তুটি আছে তার প্রভাব ভীষণ ঝিমঝিমে । প্রথম ঝিমের সাথে দ্বিতীয় ঝিম নিজে থেকে হ্যান্ডশেক করে না কখনো । প্রথমটাকে দ্বিতীয়টা আনুগত্যের প্রলোভন দেখায় না বিন্দুমাত্র । দুটো ঝিমের মাঝে ভালোলাগার ঝুমুরঝুমুর বিরতিও নেই । 

ঝিমিয়ে পড়লে চশমাসহ মাথাটা ক্রুশবিদ্ধ যীশুর মত একদিকে হেলে পড়ার যে একটা ভারিক্কি সম্ভ্রম তৈরী করে তার সম্ভাবনা কোথাও থাকে না । শুধু ঘাড়-ঝাঁড়া দিয়ে উঠে পড়তে হয় । পাশে পড়ে থাকা একটা সাদা স্ট্রাইপ দেওয়া হালকা গোলাপী রঙের স্ট্র তুলে গুঁজে দিতে হয় ওই ঝিমঝিমে প্রভাবশালীর খাঁজে ।

আপাতত বইয়ের সঙ্গী কোল্ড ড্রিংক্সের স্ট্র । তাছাড়া পেজমার্ক হিসেবে স্ট্র-এর ভূমিকা নেহাত কম নয় । আরেকটু খোলসা করে বলতে গেলে স্ট্র-কে বেঁকিয়ে সেই বেঁকে যাওয়া মুখটুকু বইয়ের বাইরে আনার মধ্যে একটা রিল্যাক্স ভাব থেকে যায় যাতে ওই একমাত্র স্ট্র-এর মুখটা পরে কখনো ফিরিয়ে আনতে পারে জ্ঞানপিপাসা । 

বইটা নিজে নয় ।

1 comment: