1 Sept 2014

জো নাকি আর নেই


রাতের অন্ধকারে আলো দেখার জো নাকি আজকাল আর নেই ! আগে কিছু জো নাকি পোকার মত চট করে মাথায় খেলে যেতো ! 

বার্ধক্যের কারণজনিত বুদ্ধিভ্রংশ কিনা আমার দুশ্চিন্তা এখন, তবু রোজ একটামাত্র জোনাকিপোকা মাঝে মাঝে এসে আমাকে শান্ত না করে ছাড়ে না । 

এঃ ! সান্ত্বনা পাওয়ার কোনো জো নাকি আর নেই !

No comments:

Post a Comment