3 Apr 2014

কবিতার শেষে Morality


আচ্ছা, কবিতার মানে শেষ দুটো বা শেষ স্তবক শুধু ভালো হতে-ই হবে ? প্রায়শ দেখি  বেশিরভাগ কবিতায় শুধু শেষ কথাটি বা স্তবকটি নাড়িয়ে দেয় , কাঁপিয়ে দেয় , চমকে দেয় , মাথা নুইয়ে দিতে বাধ্য করে লাস্ট অবধি অথচ আগের লাইন গুলো নিয়ে কোনো উচ্চমধ্যনিম্নবাচ্য হয় না । বিন্দুমাত্রও না ।  

কবিতা যখন লিখতে বসা হয় তখন লাইনের পর লাইন সাজিয়ে দেওয়া হয় অনেক কাঠখড় পুড়িয়ে । শেষে এসে যখন ছেড়ে দেওয়ার সময় আসে তখন কি শুধু ঐটুকুন সময়ে সর্বস্ব ঢেলে দেওয়া হয় মনোগ্রায়ী করে তোলার জন্যে ? শুধু ফিনিশিং টাচে এতো দার্শনিক বা ইন্টেলেকচুয়াল বা চমকপ্রদ হয় কেন ? একটা সোজা রাস্তায় হাঁটার পর শেষ প্রান্তরে এসে মন কি গুরুত্বপূর্ণ বাঁক নিতে শুরু করে যা পেরিয়ে আসা রাস্তায় ফিরিয়ে আনতে ব্যর্থ ?
তবে এটা ঠিক পুরো চেহারা জুড়ে চাকচিক্য আনা দুঃসাধ্য দু একটা ব্যতিক্রম থাকে অবশ্য-ই । কিন্তু বক্তব্যের শেষে কেন কাইন্ড অফ "Morality" বা "Conclusion" এসে উঁকি মেরে যায় ? এটা-ই ভাবাচ্ছে । 

No comments:

Post a Comment