15 Apr 2014

বর্ষবাবু


কিছুটা অশুভ সংকেতময়, খানিকটা পুরাতন ত্রুটিপূর্ণ চেহারা নিয়ে বেরিয়ে পড়েছে হতাশাবাদী বর্ষবাবু । সাথে ব্যাগভর্তি অনিশ্চয়তা ।

তবুও প্রতিবারের মত ভালো কিছু একটা হবে এই আশায় মাঝপথে দাঁড়িয়ে পড়ে সে । দাঁড়ানোর ভঙ্গি তার অনেকটা-ই ব্যর্থ বাংলা সিনেমার নায়কসুলভ ।

সৌজন্যচর্চিত মনটুকু পড়ে আছে বলে ব্যাগটির ভিতরে থাকা রেকর্ডার থেকে মাঝেমাঝে বেজে ওঠে যান্ত্রিকবার্তা -

"সকলে ভালো না থেকে নিদেনপক্ষে চেষ্টা করো বাংলাকে ভালোভাবে টিকিয়ে রাখার"

No comments:

Post a Comment