30 Jul 2013
25 Jul 2013
রাতদিনের পাখি
কোনো একদিন যদি দেখি
রাতের আকাশে উড়ছে দিনের পাখি
সোজা চলে যাবো বড় বড় পা ফেলে
দুই হাতে কুড়োবো পাঁচকোনা ঝিকিমিকি
কাউকে কোনো কিছু না বলে
ভরিয়ে রাখবো চারকোনা বাক্সের আড়ালে
ভাগ পড়বে না কারোর সাথে
চোখে ঢেউ খেলবে আত্মসুখ টলমলে
হয়তো জিতে যাবো অনামী পথে
খ্যাতি ছড়িয়ে যাবে তিনকোনা জগতে
ভুলে যাবো একই জীবনের পথিক
পিছুটান কেটে যাবে লতপতে
আচারে ব্যবহারে বড়লোকি বাতিক
পূর্ব-পশ্চিম জুড়ে দুইকোনা হাসির হিড়িক
কানে বাজবে বাহবার ধ্বনি
ভেসে যাবো চারদিকে দিগ্বিদিক
থামলো হঠাৎ রাতদিনের বাণী
চোখ মেলে দেখি ছেলের মুখখানি
বুঝতে পারলাম সবই শুধু এককোনা
তবে কিনা ছেলে আমার সোনামণি
22 Jul 2013
Quote# 5
No matter you switch everything off, darkness will always be brightly switched on.
## Presence flashes on absence
Quote# 4
Only completed things get faded out, rather we still get stuck with incomplete ones. Defects always will chase till life ends.
## We chase dreams as they leave us halfway
Quote# 3
Till first drop, every single a logic probably is masked with diplomacy. After last drop, logics start getting naked to uncut truths
## Think twice in public, otherwise seek isolation.
Quote# 2
Eyes might be rotating like compass, hands might be scaling up like ruler, heart might be swinging like plumb line.
But, always fix your mind to act like a sharp pencil which can draw a line between.
## Someone appears to be geometrically exceptional.
Quote# 1
If the limit is still unreachable,
rest of world seems unworthy.
If the limit is once touched,
rest of world gets congratulatory.
If the limit is just crossed,
rest of world becomes furious.
## An aimless face of society that we aim to.
9 Jul 2013
এই মলাট, ওই মলাট
এই মলাট থেকে শুরু
গোল্ গোল্ চোখে অভিযান ,
দেয়ালঘড়ি যাত্রার গুরু
ঘন্টা মিনিট কাঁটা দুটি পুরু ;
কয়েকটা শব্দ মিনিটের কাঁটায়
এক নিশ্বাসে কয়েকটা লাইন ,
ক্ষনিকের মুহূর্ত কিছু ভাবনায়
চোখ দুটি চলে পরের পাতায় ;
প্রেম সংঘাত রাজনীতি
বোধ জাগে ঘন্টার কাঁটায় ,
মাথায় ছোটে উত্তেজক হাতি
কখনো উঁকি মারে সামাজিক রীতি ;
পাতাময় মায়াবী প্রেক্ষাপট
ঘড়িকাঁটার সাথে গল্পের গতি ;
শেষে খোলে রহস্যের জট
আধবোজা চোখে ইতি ওই মলাট |
Subscribe to:
Posts (Atom)