21 Apr 2013

ব্যাগ-ভর্তি শূন্যতা

 
নেমে এসো সব ধুয়ে-টুয়ে
ব্যাগ-ভর্তি শূন্যতা নিয়ে ;
দরজা জানালা সব বন্ধ করে
দাও রেখে একটামাত্র খোলা |

বাইরের দুনিয়ার চোখ বোজা
লাল রুমালটা নাচছে শূন্যভেজা ;
খুলে ফেলো সব কটা
মুখে নাও একটা hajmola |

ছাইরঙা ঘরে ধোঁয়ার রিং
এক একটা করে পার্কিং ;
নেমে পড় অতি সাবধানে
ঠিক যেন দড়ির উপর খেলা |

সাথে রেখো এই শূন্যতা
আর অবশ্যই ওই অভিজ্ঞতা ;
কেউ দেখছে না তোমাকে
টা টা করছে শুধু আজ রাত্রিবেলা |

15 Apr 2013

নববর্ষের আহ্বান

ফিনফিনে ধুতির কাছা সামলে থেকে
সদ্যস্নাত ব্লাউজের ডানপাশটা ঢেকে
ফুরফুরে হাওয়া লাগে
                 পাঞ্জাবীর খোলা বুকে 
ভেজাচুল এক সটান সরিয়ে
                           উন্মুক্ত পিঠে
বাঙালী বেশভূষার চিরন্তন
                              এই রূপে
নববর্ষের আপসরফা আহ্বান
                               সকলকে !!!

13 Apr 2013

Drink of Silence

Silence - pricks - with the first drop of pain
Silence - licks - the last drop of bargain

Silence - kicks - the glass of nuisance
Silence - clicks - the pieces of canvas

Silence - flicks - the cutting edge of flashback
Silence - picks - up for the new comeback