কীসের এতো কথা ?
বনের ঝাউ পাতার মতো খলখলানি
কীসের এতো হাসি ?
কোন দুরের গাঙের মতো কলকলানি
কি হচ্ছে রাঙা ঠোঁটে ?
নতুন ফ্ল্যাটের বউযের মতো গুজগুজানি
কি হয়েছে নয়নতারার ?
নির্লজ্জ লতাপাতার মতো দোলদুলানি
মুখে রোচে না কিছু
মনে বুনোবিড়ালের দাপাদাপানি ;
হাঁ করা মুখের সাথে
পেটে চলে বদহজমের গুরগুরানি ;
সুড়সুড়িতে মাতাল বন্ধু
ভক ভক গন্ধে বকবকানি ;
দেখো তো কি হচ্ছে ওখানে ?
আমার কিন্তু ভাই বড্ড ল্যাদল্যাদানি !
বনের ঝাউ পাতার মতো খলখলানি
কীসের এতো হাসি ?
কোন দুরের গাঙের মতো কলকলানি
কি হচ্ছে রাঙা ঠোঁটে ?
নতুন ফ্ল্যাটের বউযের মতো গুজগুজানি
কি হয়েছে নয়নতারার ?
নির্লজ্জ লতাপাতার মতো দোলদুলানি
মুখে রোচে না কিছু
মনে বুনোবিড়ালের দাপাদাপানি ;
হাঁ করা মুখের সাথে
পেটে চলে বদহজমের গুরগুরানি ;
সুড়সুড়িতে মাতাল বন্ধু
ভক ভক গন্ধে বকবকানি ;
দেখো তো কি হচ্ছে ওখানে ?
আমার কিন্তু ভাই বড্ড ল্যাদল্যাদানি !
No comments:
Post a Comment