12 Feb 2013

হতে চাই এক ভবঘুরে



বারো টা মাস রোজগেরে 
মন কয় - ছাড়ো এবারে !

বসি সোফায় গড়িমসি করে
চেয়ে থাকি বাইরে দূরে

হতে চাই এক ভবঘুরে
কিন্তু আমি যে কুঁড়ে

ভাবি সুখ যে কোথায়
এই ভবঘুরের জীবনে ?
তবুও হয়ে যাই কল্পলোকে
মনে প্রাণে ক্ষণে ক্ষণে ...

হয়তো আছে অসীম আনন্দ
ভুলে যায় ভালো-মন্দ ;
হয়তো আছে সুখের টান
সবুজে হয় মন-প্রাণ ;
হয়তো আছে গলাধাক্কা
মনে লাগে ফারাক্কা ;
হয়তো আছে কুকুরের সঙ্গ
মনে লাগে না নিঃসঙ্গ ...

No comments:

Post a Comment