25 Jan 2013

যাবে কী চলো আমার সঙ্গে ?



দিনের শুরুতে যেই কাজ ,
মাথায় পড়ে সেই বাজ ;

বিগড়ে যায় ছুটি - ছুটি ,
চেপে ধরে মাথার ঝুঁটি !

বুজে আসে চোখ , বাজে মাথার ঘন্টা ,
কেবল পালাই পালাই করে মন টা ;

থাকতে চাই না এই ভূ-বঙ্গে 
যাবে কী চলো আমার সঙ্গে ?

সেই সুদূরপ্রসারী সাগরবক্ষে  
দূর-দূরান্তে ; অন্তহীন এই মানবচক্ষে !


No comments:

Post a Comment