25 Jan 2013

দীপ-বর্তিকা



হবে না কেবল মুষ্ঠি-বদ্ধে !!!!!!!!!!!!!!
চাই অন্তরের অম্লরাজ , সোনা গলে যাতে .

মেলে ধরো তোমার মুক্ত দুই হস্ত ,
মুক্তি দাও রাশি-রাশি বালি ধূলো ;

কুড়িয়ে তোলো মোদের টুকরো-টুকরো স্বপ্ন ,
অন্তরে বাঁচিয়ে রেখো তাদের , দাও তাদের নব-জন্ম !!!

মোদের মনের কুটিরে 
জ্বাজল্যমান এক দীপ-বর্তিকা ;

সেই শিখাটির লেখনীতে 
ধরা দেয় মোদের স্বপ্ন-পত্রিকা !!!

No comments:

Post a Comment