28 Jan 2013

অলুক্ষুণে মনে চাই এক সংযমী বিরতি




ঘিরে ধরেছে মাদক  কুয়াশায় , 
ফোঁপাচ্ছে শহুরে যান্ত্রিক হতাশায় ;

বুকে ছোবল মারছে বিষধর একঘেয়েমি ,
চোখে অপলক দৃষ্টির পাগুলে একগুয়েমি ;


স্বপনকাঠির মারণে রঙের বেদম কেলেঙ্কারি ,
মায়াজালের অট্টহাস্যে আগাগোড়া ফক্কিকারি !


যত্রতত্র খোঁড়াচ্ছে এক খোঁড়া বিরক্তি
অবেলায় চাবকাচ্ছে এক মত্ত আপত্তি ;
উচাটনের ক্ষিপ্রতা কোনায় কোনায় ,
অলুক্ষুণে মনে চাই এক সংযমী বিরতি !



Invalid beauty!



Dreadfully weedy to tap
The surface of still water;
Circular rings of waves
May be looking like scar.



Neither feeling to jolt
The branch of a tree;
A bunch of falling buds
May be hitting like bee



Nature seems losing its entity
Souring it off; an explosive identity,
Every molecule being uncooked
Borrowing an invalid beauty!!!

25 Jan 2013

I saw what you did in last winter



I saw what you did in last winter; 
 But didn't feel to sign the twitter,
 

Sense of rumor; rudely naked  
Tense of humor; yet to be baked
 
Sipping until it's burnt; 
Dissolve me if you'd learnt!

যাবে কী চলো আমার সঙ্গে ?



দিনের শুরুতে যেই কাজ ,
মাথায় পড়ে সেই বাজ ;

বিগড়ে যায় ছুটি - ছুটি ,
চেপে ধরে মাথার ঝুঁটি !

বুজে আসে চোখ , বাজে মাথার ঘন্টা ,
কেবল পালাই পালাই করে মন টা ;

থাকতে চাই না এই ভূ-বঙ্গে 
যাবে কী চলো আমার সঙ্গে ?

সেই সুদূরপ্রসারী সাগরবক্ষে  
দূর-দূরান্তে ; অন্তহীন এই মানবচক্ষে !


হাত দেখে ভাগ্য নির্ণয় করার কী দরকার?!



Sitting in a closed room; a dark room;
A table; topped by a book of Palmistry,
Faintly visible in the candle-light
Looking at my right palm; exploring mystery.

Eyes roving over three main lines:
Heart-line, Head-line and Life-line;
The wall-clock knocking at midnight,
Feeling awkward; still palm-reading of mine.

Gradually the heart-line
Getting alive; twirling like a snake;
Slowly shaping up like a heart
Beating every second; so real, not fake.

Suddenly the head-line
Moving over the forming heart;
Transforming into a real cranium,
In a seamless way; so lively, no short-cut.

My heart skipping many beats
Horribly sweating in spite of chilliness;
Painfully the life-line
Being faded out; in the way of craziness.

The cranium apparently so familiar,
The new-formed heart still pumping;
One window forcibly opened up
The moon-light came; the candle dumping.

The new face got brightened up;
In the moon-light; it’s grinning
For the moment, in a shock;
IT’S MY FACE” – madly screaming!!!!

এক বিকট হাসিতে কেঁপে উঠলো সারা ঘর আর আমার মতো দেখতে মুখমণ্ডল টা এক রাম-ধমক দিল - " চুপ কর শালা !! হারামজাদা !! হাত দেখে ভাগ্য নির্ণয় করার কী দরকার ছিল বে??!! "


দাবার ছকে এক মাতাল



করিল পান
বাস্তবতার জগৎ ঠেলে ;
বাহির হইল
স্বাভাবিকতার কপাট খুলে !

রঙীন মনের বর্ণহীন আচরণ
সাদা হইতে কালো , কালো হইতে সাদা ;
ফেলিয়া দিল সে শেষটুকু আবরণ 
দাবার ছকে তার লাগামহীন বিচরণ !

T for Towel....



Having a glimpse at the snap;
Sitting idly on balcony; Camera on my lap.

Hastily!!!

Somewhat happened at that room;
Facing towards our balcony; Zoom!!

Noisily!!!

She emerged out of the lavatory;
Wrapped by a long towel; hair soggy.

Click!!!

She ambled towards the mirror;
Seated on the tool; dried her hair.

Click!!!

She bordered her eyes with Kajol;
Put the lipstick on her lips; deftly cool!!

Click!!!

She depicted her ears with studs;
Brushed her hair; Sprayed on the buds.

Click!!!

She looked herself, so exquisite like flower;
Grinned and stood up; Undoing the towel…

" বাবা , বাবা "
" অসময় তুই ? কি চাই ? "

" R for Rabbit , S for Snake , T for কি হবে ?"

" T for Towel "





দীপ-বর্তিকা



হবে না কেবল মুষ্ঠি-বদ্ধে !!!!!!!!!!!!!!
চাই অন্তরের অম্লরাজ , সোনা গলে যাতে .

মেলে ধরো তোমার মুক্ত দুই হস্ত ,
মুক্তি দাও রাশি-রাশি বালি ধূলো ;

কুড়িয়ে তোলো মোদের টুকরো-টুকরো স্বপ্ন ,
অন্তরে বাঁচিয়ে রেখো তাদের , দাও তাদের নব-জন্ম !!!

মোদের মনের কুটিরে 
জ্বাজল্যমান এক দীপ-বর্তিকা ;

সেই শিখাটির লেখনীতে 
ধরা দেয় মোদের স্বপ্ন-পত্রিকা !!!

New Year 2013



----------------------( 2 0 1 3 )---------------------------

H - Had a vibrant long, but memorable journey,
A - Arrowed my heart with the newly bud’s honey.
P - Pondered over too many distorted things,
P - Piled myself with a number of unplanned strings.
Y - Yapped with a number of faces needlessly,        

N - New dealings broke into my life heedlessly.
E - Excessive flow of errands in corporate life,
W - Withdrew myself from chaos by ‘The Famous Five’.

Y - Yare to move with a lot of dreams,
E - Energetic to build up in form of beams;
A - Aspirant to put on the new struggling-coat ,
R - Ready to start the engine of the life-boat !

----------------------( 2 0 1 3 )---------------------------

দ্বিপদ গাধা



বিনিদ্র রজনীর নিঃশব্দ পায়া,
ঢেউ খেলছে মৃতপ্রায় ছায়া; 

ফিকে স্বপ্ন চোখের কোলে,
পাতা পড়ছে অঙ্কের ভুলে;
অবান্তর প্রশ্নের রেলগাড়ি
অবিরাম ছুটছে কালো অশ্রুজলে |

দুষ্টুমিষ্টি পাখির বেসুরো ডাক,
এলোমেলো রাস্তায় নির্বোধ বাঁক; 

হলদেটে ছবিতে তার বাঁধা,
কবরবাড়িতে হাসছে সব ধাঁধা; 
হেঁটে চলছে একাকী
মনুষ্যরূপী এক দ্বিপদ গাধা  |