খুঁচিয়ে তোলা হয় অন্তর্দাহ
কাঁটাচামচ দিয়ে,
ছড়িয়ে আছে
পৌষমাসের পুরোনো কিছু আসবাব,
সর্বনাশের মুখে
ঝুলে আছে ঝলসানো কাবাব ।
কারো শনিবার,
কারো রবিবার ।
স্মার্ট-বুলেট,
খুবই স্মার্ট একটা বুলেট ।
যা বেরোবে সাধারণ খেলনা বন্দুক থেকে
বিঁধে যাবে কারো পেটে, কারো বুকে,
কারো পিঠে, কারো বা সেক্স অর্গ্যানে;
ফোন স্ক্রীনে তক্ষুনি আসবে ক্রিমিনাল চার্ট ।
কারো আঙুলের ডগায় শনিবার
কারো হাতের শুকনো তালুতে রবিবার ।
স্মার্টবুলেট গলে যাবে
নিরপরাধের শরীরে ।
বিছিয়ে যাবে হাইড্রোফিলিক পলিমারের সাম্রাজ্য
গড়ে উঠবে পটাশিয়াম ফেরেটের সৈন্যশিবির ।
স্মার্টবুলেট বিষিয়ে যাবে অপরাধী,
খুনি, ধর্ষক আর ধর্মান্ধদের শরীরে শরীরে ।
কারো হিংস্র আমিষ শনিবার
কারো নিরামিষ সহিষ্ণু রবিবার,
এর সাথেও
কারো চাই একটিমাত্র নিরিবিলি স্মার্ট শনিবার
কারো প্রাণপণে চাই নিষ্প্রভ কয়েকটি রবিবার ।
কারো রবিবার ।
স্মার্ট-বুলেট,
খুবই স্মার্ট একটা বুলেট ।
যা বেরোবে সাধারণ খেলনা বন্দুক থেকে
বিঁধে যাবে কারো পেটে, কারো বুকে,
কারো পিঠে, কারো বা সেক্স অর্গ্যানে;
ফোন স্ক্রীনে তক্ষুনি আসবে ক্রিমিনাল চার্ট ।
কারো আঙুলের ডগায় শনিবার
কারো হাতের শুকনো তালুতে রবিবার ।
স্মার্টবুলেট গলে যাবে
নিরপরাধের শরীরে ।
বিছিয়ে যাবে হাইড্রোফিলিক পলিমারের সাম্রাজ্য
গড়ে উঠবে পটাশিয়াম ফেরেটের সৈন্যশিবির ।
স্মার্টবুলেট বিষিয়ে যাবে অপরাধী,
খুনি, ধর্ষক আর ধর্মান্ধদের শরীরে শরীরে ।
কারো হিংস্র আমিষ শনিবার
কারো নিরামিষ সহিষ্ণু রবিবার,
এর সাথেও
কারো চাই একটিমাত্র নিরিবিলি স্মার্ট শনিবার
কারো প্রাণপণে চাই নিষ্প্রভ কয়েকটি রবিবার ।
No comments:
Post a Comment