18 Apr 2016

রামধনুর সন্ধানে


রামধনুর সন্ধানে বেরিয়ে পড়েছে কারা সব
হাতের তালুতে জলতেল ভরিয়ে দিই
আলোর দিকে হাত বাড়িয়ে দিই
রামধনুর সন্ধান মেলে
হাতেনাতে


ওরা ফিরে আসে নিখোঁজ ডায়েরি করে
জামা ছাড়ে
ঘাম মোছে
খালি গায়ে ঢেলে দেয় সেই রামধনু
অজান্তে


আমার এক বন্ধুর খুব শখ
সাতটা রঙ নিয়ে একটা মকটেল বানানো
আমি চেপে যাই
বলি নি ওকে আমার সামান্য ঘরোয়া আর্কিওলজি
অনিচ্ছাতে


একদিন জানতে পারি
তার বানানো মকটেল এখন ভাইরাল
লুফে নিচ্ছে সে লোভনীয় সব অফার
জমা রাখছে একের পর এক
আপনপাতে


জল আনি
তেল আনি
মিশিয়ে দিই আগের মত আলোর নিচে
কই ? রামধনু আর দেখা দেয় না সেই
নমুনাতে

No comments:

Post a Comment