রোজ নিজেকে দেখতে পাই । দেখতে হয় এমন কোনো নিয়ম নেই । খালি দেখা পাই প্রতিনিয়ত । এই দুনিয়ায় ছোটোবড়ো সাইজের যেকোনো আয়নার পাশ কাটিয়ে যাবার মুহূর্তে ঘাড়সমেত চোখমুখ কেমন একটা যাদুবলে ঘুরে যায় সেই আয়নার দিকে । নিছক বললেও কম বলা হয় । ঘাড় ঘুরে নিজের মুখ একঝলকে দেখে ফেলার পেছনে শুধু সৎ কেন, বদ্-ব্যাখ্যাও নেই ।
আয়না আছে বলে নিজের মুখ দেখতে পাই, না নিজের মুখ দেখার জন্য আয়না লাগে - কোনটা ঠিক ? তেমনি আমি ঠিক বুঝতে পারি না - মিডিয়া আছে বলে রোজ দেখতে পাই রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, অর্ণব গোস্বামী, বিরাট কোহলি, কানহাইয়া কুমারদের মুখ নাকি ওদের মুখ দেখার জন্য (পড়ুন ওদের খবর জানবার জন্য) মিডিয়ার প্রয়োজন পড়ে । অথচ প্রতিনিয়ত দেখতে পাই এদের । এরা হয়ে উঠেছে দৈনন্দিনতার মুখপাত্র । এরা নাহয় জীবিত । কিন্তু মৃতব্যাক্তি ? কবে এই দুনিয়া ছেড়ে চলে গেছে অথবা চলে যেতে হয়েছে স্বেচ্ছায় কিম্বা অন্যের ইচ্ছায়, তবুও এদের মুখ দেখতে পাই - রোহিত, নির্ভয়া, অরোরা এদের ছবি । এদের পারিবারিক ছবি । এদের ভিতরের অসুখের ছবি । এদের ভিতরের রক্তক্ষরণের ছবি ।
সত্যি জীবিত বা মৃত কোনোটাই শেষ কথা নয় । মুখছবি শেষ কথা যা নিজেকে রোজ দেখতে পাই সকালে ওঠবার পর আর রাতে শোবার আগে । মৃত্যু আর নিজের মুখদর্শনের মধ্যে কি আশ্চর্য মিল ! আয়না আর মিডিয়ার মধ্যে কি অদ্ভূত মিল !
মিডিয়াকে যত ধিক্ ধিক্, ততই মিডিয়ানির্ভর এই মানবজাতির মুখ ।