একজন কবির কাছে আরেকজন কবি
কিরকম ব্যবহার আশা করে ?
কিরকম ব্যবহার ?
সকলের ইতিহাসবোধ নেই , ঘরে ঘরে আলেকজান্ডার
খুঁজে পাওয়া অসম্ভব।
কিন্তু ঘরে ঘরে শুধু কবি ,
একজন কবির সঙ্গে আরেকজন কবির
কম বেশি দু-এক ফুটের ব্যবধান ,
একটা বাড়ির মধ্যে ,
একটা গাড়ির মধ্যে ,
একটা টেবিল ঘিরে ,
একটা মাইক জুড়ে ,
দলে দলে কবি ,
যেরকম পঙ্গপাল , দেয়ালির অন্ধ শ্যামাপোকা।
তবুও কবির কাছে কবি
একজন নিরীহ কবির কাছে
একজন মারকুটে কবি ,
একজন বকবক কবির কাছে
একজন দুপচাপ কবি
একজন মাতাল কবির কাছে
একজন গঙ্গাজল কবি
কিরকম ব্যবহার আশা করে ,
কিরকম ব্যবহার , আলেকজান্ডার ?
No comments:
Post a Comment