আচমকা ছিঁড়ে যায় ভাগ্যসুতো
ঠ্যালানি খেয়ে বোতামগুলো একেকটা পিং পং
চমকে চমকায় হাওয়া, ঘুরে ফিরে যায়
আবার আগের রুটে
মুহূর্তের শ্বাস বাড়ে মুহূর্তের দৈর্ঘ্যে
চিৎকারটুকু যা চুপসে যায় অন্ধকারের আই.কিউ. দেখে
অধোবাস এখন অচেনা রাস্তায়
কয়েকটা গড়িয়ে চলে যায় আরো গড়িয়ে যাবে বলে
দু'একটা ছড়িয়ে ছিটিয়েও নেই
অদূরের অসাড় এক নারীদেহ থেকে ভেসে আসা
অচ্ছুতরক্তে নতুন বন্ধু মেখে
ভাগ্যবান মাত্র একটা
স্পন্দনহীন