29 Dec 2013

Elomelo #38


ছবির সিলেবাসে কবি ওঠে নি 

কিম্বা 

পেন্সিলের সাথে কলম
কলমের সাথে রবার 
এই যুদ্ধে নামে নি কবিতা
তবুও  
রংতুলির মুখে কেটেছিল কালির দাগ
একটুখানি 

Elomelo #37


ঘুমের ভীষণ আমি পাচ্ছে 
দু'হাত দিয়ে এই ছোট্ট ঘুম-কে 
কোলে নিলাম 
ঘুমের চোখে আমি এখন প্রবাসী

24 Dec 2013

Elomelo #36


টেবিলে প্রদীপ রেখে একটু আগে চলে গেল আলাদিন
চেয়ারে বসে আমি, হাতে চাঁদের পাহাড়
দৃষ্টি কিন্তু ওই টেবিলের দিকে

এই নিবদ্ধদৃষ্টি আশ্চর্য থেকে আশ্চর্যতর

23 Dec 2013

Elomelo #35


পৃথিবী তার হাতের তালু মেলে ধরলো
আমার সামনে

তার চোখে চোখ রাখতেই বুঝতে পারলাম
আমি অপরাধী 
কেননা নদী এখনো সাবালিকা হয় নি 

Elomelo #34


অনেককিছু বলার আছে
কিন্তু কলমের হনিমুন আজ

22 Dec 2013

Elomelo #33


আংটি খুলে পড়ে গেল
চলকে পড়ল কিছু গ্রহনক্ষত্র

রাতের আকাশে জ্বলে উঠল কার চোখ?

19 Dec 2013

Elomelo #32



কন্ডোমের রাত সবে ভাঙলো
সুইচ্ অন করলো লাইনটা খুঁজবে 
বলে 

আলোর ভার জিনের ছায়ায় ভর করে  
উঠে গেলো বিছানায়

Elomelo #31


প্রেম মানুষকে ভীষণ ভয় পায় 
ভাঁজ করা কাগজের টুকরো নিয়ে 
বসে কাটে প্রতি শেষরাতের 'ম'

তারপর থেকেই বুকে ভাসে শুধু হাতজোড়

17 Dec 2013

Elomelo #30


অতিসহজ সরল প্রশ্ন একটা
পৃথিবীর দুটি ক্ষুদ্রতম এবং সুন্দরতম পাহাড় কোথায়
চূড়ায় যার একটা করে সূর্যমুখী ফুল

উত্তর দেওয়ার বেলায় এখনো শোনা যায় মৃদু চাপাহাসি  

Elomelo #29


আকাশমুখী চিবুক
জীবনে পাওয়া সেরার সেরামুহূর্ত 
আত্মমুখী চিবুক
জীবনে চাওয়া ছেঁড়ার অন্তিমমুহূর্ত

Elomelo #28


প্রতি ঘরের নখে পালিশ পড়ে
চারদেওয়ালী আঁচড়ের দাম এখন অনেক বেশি

নেলপালিশের দরাদরি কিন্তু বাইরে

15 Dec 2013

Elomelo #27


কাগজের ঠোঙায় প্রেম
বেঞ্চিতে ছিঁড়ে মাটিতে পড়ে যায়
সন্ধ্যা নামতেই 

চাঁদের আলো এখন টর্চ


Elomelo #26


আজকাল চলে চারতলা প্রেম 
পকেটে হাত দিলে পায় 
নিজেকে শুধু 

প্রেমিকা তবু হোম আন্ডার কনস্ট্রাকশন

মেরুদণ্ডী স্বপ্ন


চার ইন্দ্রিয়ের মোড়ে দাঁড়িয়ে আছি
সামনে ভাঙাকাঁচের মানুষজনের চলাফেরা
গায়ে নতুন নতুন ধুলোবালি
ডানদিকের সত্যের মিষ্টির দোকান থেকে
ভেসে আসে মিছিমিছি গন্ধ
বাঁদিকে ঘুরলেই পুরনো প্রেমিকার বাড়ি
যার ঠোঁটের স্বাদ এখনো তাজা মোমো
পেছন থেকে হঠাৎ কে একজন জাপটে ধরল আমায়
চওড়া পিঠে টের পেলাম তার দুই স্তনবোঁটা

ঘুরে দেখি মেরুদণ্ডীবৌদি
চোখে নাবালিকা 
চেহারায় এলোমেলো উপস্থাপনা
নিচের ঠোঁট কামড়ে ধীরে ধীরে আমার বধির কানে
একটা শব্দ করল
যার ভাঙন বেশ অপরিণত

আরেকটু মন দেওয়ার চেষ্টা করলাম ঠিক কি বলছে সে

সে হয়ত বলছে কয়েক হাজার মাইল দূরে থাকা একটা কলম
অপেক্ষা করছে কিম্বা কোনো এক পুকুরপাড়ে
নতুন ডাবের জন্মের উৎসব হবে এক্ষুনি

13 Dec 2013

Elomelo #25


দাঁত মাজতে মাজতে মনে পড়ল

কবিতার একটাও দাঁত গজিয়ে ওঠে নি
বিগত বত্রিশ ঘন্টায়

12 Dec 2013

Elomelo #24


খোলা পিঠ থেকে র-ফলা 
আলাদা হলেই
'বা' এর বিতর্কিত পর্দা 
সরে যায়

নারী এখন প্রকৃতির কোলে দেবশিশু 


11 Dec 2013

Elomelo #23


উত্তর থেকে দক্ষিণ কোথাও তেমন চাবুকতা নেই 
পূর্ব-পশ্চিম জুড়ে আছে ট্রিলিয়ন ইউরো হাসির ঝিলিকমাত্র 

10 Dec 2013

Elomelo #22


ডানদিকে ঘুরলেই মিথ্যা , বাঁদিকে ঘুরলেই সত্যি
দু'মুখো শিকলে বাঁধা আমি 
গালে হাত দিয়ে বসে দেখি
পায়ের কাছে পড়ে থাকা কয়েকটি ছেঁড়া পালক

Elomelo #21


ভেঙ্গে গেল একটা খয়েরিরঙা চুল 
বেরিয়ে এল একগুচ্ছ কালো ফুল 
দেখতে দেখতে ভরে গেল 
নাবালিকার ঝুলি

8 Dec 2013

Elomelo #20


বার্ধক্যের খাতা খুঁটিয়ে দেখলে হয়ত পাবো

প্রৌঢ়ত্বের কিছু গুরুগম্ভীর নীল লাইন
যৌবনের প্রচুর লাল কাটা দাগ
কৈশোরের আঙুলের সিঁড়িভাঙ্গা হলুদ ছাপ
শৈশবের সাদাকালো অবাক স্টিকার

6 Dec 2013

Elomelo #19


কলম যদি সত্যের ধারক হয় 
কলমধারীরা কি ততটাই ?

Elomelo #18


কবিতার প্রথম দুটি অক্ষর
মনের খাতা খুঁটিয়ে দেখলে পাওয়া যাবে ?

Elomelo #17


খেয়াল ছিল না পৃথিবীর সমস্ত টুকরোগুলো
এখন আমার দু'হাত ভর্তি

5 Dec 2013

বোতামের ভাগ্য


আচমকা ছিঁড়ে যায় ভাগ্যসুতো
ঠ্যালানি খেয়ে বোতামগুলো একেকটা পিং পং
চমকে চমকায় হাওয়া, ঘুরে ফিরে যায় 
আবার আগের রুটে 
মুহূর্তের শ্বাস বাড়ে মুহূর্তের দৈর্ঘ্যে

চিৎকারটুকু যা চুপসে যায় অন্ধকারের আই.কিউ. দেখে 
অধোবাস এখন অচেনা রাস্তায়

কয়েকটা গড়িয়ে চলে যায় আরো গড়িয়ে যাবে বলে
দু'একটা ছড়িয়ে ছিটিয়েও নেই

অদূরের অসাড় এক নারীদেহ থেকে ভেসে আসা
অচ্ছুতরক্তে নতুন বন্ধু মেখে 

ভাগ্যবান মাত্র একটা 
স্পন্দনহীন 

2 Dec 2013

Elomelo #16



মনের কাতরে খোদায় 
মনের যাদুতে ঢালায় 
মনের কামরায় বাঁধায় 

ক্লান্তশিল্প বাজারে চলে তবে বিনাপ্রেমে 

Elomelo #15


অবিশ্বাসের ছাদে আছড়ে পড়লাম 
লাট খেয়ে খেয়ে 

এবার লাটাই কার হাতে দি ?

1 Dec 2013

Elomelo #14


পরে আছে একটা , পড়ে আছে অন্যটা 
র' শুধায় ড়'কে , "তোকে ভুলে গেল কেন ভাই?"

জবাবে সে র-ফলায়

Elomelo #13


প্রাণহীনতার তলায় চটিজোড়া 
জন্ম দেয় নতুন অধিকারবোধ 

চারখানা পা খালি পড়ে থাকে তীব্র অভিমানের সুবাদে



Elomelo #12


হারিয়ে গেছে স্বার্থের ভিড়ে
মনুষ্যত্বের ঠিকানায় এখন গিজগিজ মন্দির 
ঈশ্বর স্বয়ং-ই বড় স্বার্থপর 
মন্দিরের গরম বিছানা ছেড়ে যায় না কারোর বাড়িতে